শোভন-দেবশ্রীর ছবিকে ‘কুৎসিত’ বললেন বৈশাখী, আইনি নোটিসের পিছনে আছে কোন গল্প?
ছবি ঘিরে বিতর্কে জড়িয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় আর দেবশ্রী রায়। আপাতত এটাই চর্চার বিষয়। সরব রাজ্য-রাজনীতি থেকে টলিপাড়াও। একসময় এই শোভন আর দেবশ্রী দুজনেই ছিলেন টলিউডের কাছের মানুষ। আপাতত দুজনেই যদিও দিদির হাত ছেড়েছে। তাই কি এত রাগ? নাকি…