বারাণসীতে গিয়ে শাল দিয়ে শরীর ঢাকলেন দিশা, অবাক নেটপাড়া বলছে ‘এতো অলৌকিক’!
এই মুহূর্তে বারাণসীতে একটি ছবির শ্যুটিং করছেন দিশা পাটানি। সেই শ্যুটিংয়ের জন্যই মঙ্গলবার বারাণসী উড়ে গিয়েছেন দিশা। শ্যুটিংয়ের ফাঁকে কাশী বিশ্বনাথ মন্দির ঘুরে দেখেন দিশা। পাশাপাশি দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দেখতেও পৌঁঁছে গিয়েছিলেন তিনি।…