হাজারের বেশি গোল রয়েছে কিংবদন্তি পেলের ঝুলিতে, তাঁর কিছু ঝলক দেখলে মন ভরে যাবে
পেলে ফুটবলের সংজ্ঞাটাই যেন বদলে দিয়েছিলেন। শিল্পীর মতোই যেন তিনি ফুটবল মাঠে ছবি আঁকতেন। স্কোর করাটও যেন সহজ করে তুলেছিলেন। সবচেয়ে বৈচিত্র্যময় এবং সুন্দর উপায়ে জালে বল জড়াতেন তিনি। ডিফেন্ডারদের দুরন্ত ছন্দে ড্রিবলিং করা, জোরালো শটে গোল…