কিউয়ি-ইংল্যান্ড প্রথম টেস্টেই অঘটন, মাথায় চোট, কনকাশনে ছিটকে গেলেন ব্রিটিশ তারকা
নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম দিনেই কনকাশন পরিবর্ত নিতে হল ইংল্যান্ডকে। ম্যাচের প্রথম দিনেই ষষ্ঠ ওভারে মাথায় জোর আঘাত পান জ্যাক লিচ। আর কোনও রকম ঝুঁকি না নিয়ে লিচ মাঠ ছেড়ে বেরিয়ে যান। আর তাঁর কানকাশন পরিবর্ত হিসেবে নেওয়া হয়…