‘টাইপিংয়ের ভুলে ডোপিংয়ের দোষ’, অবসাদ কাটিয়ে ফেরার লক্ষ্যে মীরার ‘পার্টনার’…
শুভব্রত মুখার্জি: ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে একসঙ্গে পথ চলা শুরু হয়েছিল মণিপুরের দুই কন্যার। একজন মীরাবাঈ চানু, অপরজন সঞ্জিতা চানু। এরপরের ঘটনা সকলের জানা। টোকিও অলিম্পিক গেমসে দেশকে পদক এনে দেন মীরাবাঈ চানু। এরপর ফের একবার বার্মিংহাম…