বিরিয়ানি-রসগোল্লা নয়, কলকাতার অন্য দুই খাবারে মন মজেছে অনুষ্কার, নিজেই দিলেন ছবি
আপাতত পরের ছবি ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটের জন্য কলকাতাতেই আছেন অনুষ্কা শর্মা। পরদার ঝুলন ছুটে বেড়াচ্ছেন আন্দুল থেকে ইডেন, ময়দান। এর আগে তো ছিলেন দিন পনেরো লন্ডনেও। কম পরিশ্রম করতে হয়নি তাঁকে। ব্যাটিং থেকে বোলিং, সবটার প্রশিক্ষণ নিয়েছেন।…