ধাওয়ানের বিরুদ্ধে পিচের বাইরে বল করলেন ব্র্যাভো! আম্পায়ার দিলেন এমন সিদ্ধান্ত
চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো একবার নয়, দু'বার পঞ্জাব কিংসের ওপেনার শিখর ধাওয়ানের বিরুদ্ধে পিচের বাইরে বল করলেন। দু’বারই বল দেখে ছেড়ে দেন শিখর ধাওয়ান। পরে আম্পায়ার সেটিকে নো বল দেন। এরফলে রান করার সুযোগ পায় পঞ্জাব।…