লাল টুকটুকে নতুন বউয়ের সাজে কি এবার থেকে ‘গাঁটছড়া’য় আসবে বনি? জবাব দিলেন নায়িকা
স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকের বনি ওরফে অনুষ্কা গোস্বামী মন জয় করে নিয়েছে দর্শকদের। টম বয় সাজের এই চরিত্রটির সাথে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর কাজলের অনেকটাই মিল পান দর্শক। তাই তো একদম হটকে একটা চরিত্র হয়েও, দর্শকদের থেকে ভালোবাসা পায়…