ম্যাচের সেরা ডেভিড, UAE লিগের ভারতীয় ফ্র্যাঞ্চাইজিকে খুশি করলেন নমিবিয়ার তারকা
ব্যাট হাতে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন দুই অ্যাডাম। তা সত্ত্বও দু'জনের কেউ নন, বরং নর্দান সুপারচার্জার্সের জয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ডেভিড ওয়াইজ। আসেল ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও অনবদ্য পারফর্ম্যান্স মেলে ধরেন…