ফাস্ট বোলার, এদিকে মূল অস্ত্র স্লোয়ার বল! হার্ষালকে শ্লেষ প্রাক্তন পাক অধিনায়কের
মোহালিতে মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় বোলিং। সেই নিয়ে শ্লেষ করতে পিছু হটলেন না প্রাক্তন পাকিস্তান ক্যাপ্টেন সলমন বাট। এমনকী ভুবি ও হার্ষালের বোলিং দর্শন নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি। উল্লেখ্য মোহালিতে চার ওভারে ৫২ রান গলিয়েছিলেন ভুবনেশ্বর…