বাস্তবে তাঁরা জনপ্রিয় দম্পতি, এবার বড় পর্দাতে প্রথমবার একসঙ্গে নীল-তৃণা
নীল ও তৃণা। বাস্তব জীবনে তাঁরা জনপ্রিয় জুটি হলেও তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যায় নি। তবে এবার সেটাই ঘটতে চলেছে। তাও আবার বড়পর্দায়। তৃণা অবশ্য এর আগে বড়পর্দায় কিছু কাজ করেছেন। তবে নীলকে দেখা যায় নি। 'তিলোত্তমা' ছবিতে তৃণাই নায়িকা। আর নীলও…