Ranji Trophy:চাপের মুখে কেরিয়ারের সর্বোচ্চ ইনিংস, অনুষ্টুপ ফেরালেন ২০২০-র ইতিহাস
প্রয়োজনের সময় দলকে বরাবর ব্যাট হাতে নির্ভরতা দেন অনুষ্টুপ মজুমদার। প্রমাণ মিলল আরও একবার। ইতিহাস সাক্ষী, চাপের মুখে সর্বদা সেরাটা বেরিয়ে আসে অনুষ্টুপের ব্যাট থেকে। মঙ্গলবার সেই ইতিহাসেরই পুনাবৃত্তি ঘটল ইডেনে। ২০২০ সালে ওড়িশার বিরুদ্ধে…