BBL ফাইনালে রশিদের রেকর্ড ভাঙলেন,T20-তে দ্রুততম ৩০০ উইকেটের মালিক হলেন অজি পেসার
পারথ স্করচার্সের ফাস্ট বোলার অ্যান্ড্রু টাই শনিবার বিগ ব্যাশ লিগের ফাইনালে ব্রিসবেন হিটের বিপক্ষে তাঁর ৩০০তম টি-টোয়েন্টি উইকেট তুলে নেন। প্রথম ইনিংসের ২০তম ওভারে জেমস বাজলিকে আউট করার সঙ্গে সঙ্গে টাই এই কৃতিত্ব অর্জন করেন। এই উইকেটটি…