ব্রিটেনে পাবের বাইরে হামলার শিকার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার, আচ্ছন্ন গভীর কোমায়
ইংল্যান্ডে পাবের বাইরে হামলার মুখে পড়লেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার মন্ডলি খুমালো। গুরুতর চোট পেয়েছেন তিনি। হাসপাতালের গভীর কোমায় আচ্ছন্ন আছেন। অবস্থা রীতিমতো সংকটজনক। সেই ঘটনায় ২৭ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।ইএসপিএন ক্রিকইনফোর…