‘ব্রহ্মাস্ত্র’-র প্রথম গান ‘কেশারিয়া’ এল প্রকাশ্যে, রণবীর-আলিয়ার রোম্যান্স হিট
এর আগে ‘ব্রহ্মাস্ত্র’-র ‘কেশারিয়া’ গানের এক ঝলক পেয়েছিল দর্শকরা। তবে থেকেই এটা নিয়ে চর্চা। প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। বিগত ৫ বছর ধরে তাই এই ছবি নিয়ে তাই মাতামাতি। সেই সিনেমার রোম্যান্টিক গান ‘কেশারিয়া’ তাই তো…