ISL 2022-23: তিনে শেষ করতে চাই,কেরালা ম্যাচই তাই ফাইনাল- স্পষ্ট দাবি ATKMB কোচের
শনিবার ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচকেই আপাতত ফাইনাল বলে ধরে নিচ্ছে এটিকে মোহনবাগান শিবির। তাদের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দোর অন্তত সে রকমই ইঙ্গিত। যদিও শেষ দু'টি ম্যাচের মধ্যে একটিতে জিতলেই সেরা ছয়ে জায়গা পাকা হয়ে যাবে…