চেনা সমর্থকের সামনে অচেনা প্রতিপক্ষ, AFC কাপের অনুশীলনে নেমে রয় কৃষ্ণর বার্তা
যুবভারতীতে এটিকে মোহনবাগানের অনুশীলনে নেমে পড়লেন রয় কৃষ্ণ। এএফসি কাপের প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। অনুশীলনে যোগ দিয়ে রয় কৃষ্ণ বলেন,‘জানিনা, যুবভারতীতে ১২ এপ্রিল আমাদের প্রতিপক্ষ কোন দল হবে। তবে যেই হোক সে হবে আমাদের অচেনা। ফলে…