আরিয়ানকে এয়ারপোর্টে দেখেই লাল গোলাপ দিল অনুরাগী, বদলে যা করলেন শাহরুখ-পুত্র
মাদক বিতর্কে গত বছর জর্জরিত ছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ১ মাসের কাছাকাছি জেল খাটতেও হয়েছিল। তবে সে রেশ কাটিয়ে উঠেছেন। চলতি বছরে তাঁকে ক্লিনচিটও দিয়েছে এনসিবি। শোনা যাচ্ছে খুব জলদি পরিচালনা দিয়ে হাতেখড়ি হবে কাজের। অবশ্য চলতি সিজনের…