শাহরুখ-গৌরীর বিবাহবার্ষিকী, মা-বাবাকে শুভেচ্ছা জানাতে ভিডিও কলের আবদার আরিয়ানের?
মা গৌরী খানের জন্মদিন জেলেই কেটেছে আরিয়ানের। এবার মিস হল মা-বাবার ৩০ বছরের বিবাহবার্ষিকী। যেদিনটা মন্নতে ধুমধাম করে পালন করার কথা, সেদিনটা আর্থার রোড জেলের ছোট্ট ব্যারাকে কাটছে আরিয়ানের। শোনা যাচ্ছে, সকাল থেকেই ভাবুক হয়ে পড়েছে সে!…