ধারাবাহিকের পাশাপাশি থিয়েটারও করেন, ‘মেয়েবেলা’র ডোডো অর্পণের আসল পরিচয় জানেন
বাংলা সিরিয়ালে প্রধানত নায়ক-নায়িকাই মূল আকর্ষণ। তাঁদের ঘিরেই গল্প এগোয় ডেইলি সোপগুলির। জানুয়ারিতে স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মেয়েবেলা’। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, স্বীকৃতি মজুমদার, অর্পণ ঘোষাল…