গোপাল বসুর নামে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে চান পুত্র অরিজিৎ
চশমা পরা ওপেনার। সাতের দশকে সুনীল গাভাসরের সঙ্গী। এক ম্যাচে ওপেন করতে নেমে গাভাসকরের সঙ্গে ১৯৪ রান যোগ করেছিলেন। করেছিলেন শতরানও। বাংলার হয়ে পেয়েছিলেন অনেক সাফল্য। প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন ৭৮ ম্যাচে ৩৭৫৭ রান। ছিলেন স্পষ্টভাষী।…