ভাঙা পা নিয়ে বিছানায় অঙ্কুশ, এদিকে ‘কাজ নেই তো ঘর ঝাড় দে’ হুকুম ঐন্দ্রিলার
'ডান্স বাংলা ডান্স' রিয়েলিটি শো-র শ্যুট চলাকালীন পা ভেঙেছিল অঙ্কুশের। তা সত্বেও সেই ভাঙা পা নিয়ে ৫০ দিন ধরে কাজ চালিয়ে গেছিলেন ওয়ার্ক কমিটমেন্টের খাতিরে। এমনকী, প্রেমিকা ঐন্দ্রিলার সাথে নতুন ছবি ‘লাভ ম্যারেজ’র শ্যুটও শুরু করে দিয়েছিলেন।…