ইদের দিন আনিসের বাড়িতে রাহুল-বিপ্লবরা, ছেলের মৃত্যুর সুবিচারের অপেক্ষায় পরিবার
হাওড়ার বাম ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর এক বছরেরও বেশি সময় পার হয়েছে। ইদের ছবিটা আর আগের মতো নেই মৃত ছাত্রনেতার পরিবারে। ছেলেকে হারানোর যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে বৃদ্ধ সালেম খানকে। আনিসকে ছাড়া দ্বিতীয় খুশির ইদ, নিয়মমতোই আনিসের পরিবার…