কুড়ুল হাতে একের পর এক খুন, বিধ্বংসী লুকে এ কোন রণবীর কাপুর! চমকে গেল নেটপাড়া
পরনে সাদা শার্ট, আর নিচে দক্ষিণী স্টাইলে সাদা ধুতি। পায়ে স্নিকার্স। আচমকাই ঢুকে পড়লেন রণবীর। হাতে কুড়ুল নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা বিপরীতপন্থী দলের একের পর এক ব্যক্তিকে আঘাত করতে থাকলেন। ভয়ে বাকিরা পালিয়ে গেলেন। রবিবার এভাবেই হিংস্র…