PSL-এ বয়স বিতর্ক, গালে ভাঁজ পড়া ‘বুড়ো’ ক্রিকেটারের বয়স নাকি ১৬!
শুভব্রত মুখার্জি: পাকিস্তান ক্রিকেটে বয়স বিতর্ক নতুন নয়। তাঁদের প্রাক্তন তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদির বয়স নিয়ে বিতর্ক কম ছিল না। বারবার অভিযোগ উঠেছে আফ্রিদির বয়স ভাড়ানো নিয়ে। আর এবার সেই ছায়া যেন দেখা গেল চলতি পাকিস্তান সুপার…