‘নাটু নাটু’র সঙ্গে রয়েছে বাংলার যোগ! কিরবানির অস্কারজয়ী এই গানের মানে জানা আছে?
সোমবার সূদূর আমেরিকায় ইতিহাস গড়েছে পরিচালক এসএস রাজামৌলির ‘আরআরআর’। বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা হাঁকানো এই সিনেমার গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের বিভাগে সেরার সম্মান ছিনিয়ে নিয়েছে। এমএম কিরবানি, চন্দ্রবোসের হাত ধরে…