বিশ্বকাপ শুরু হতেই ফুটবল জ্বরে আক্রান্ত আব্রাম, কোথায় গেল গৌরীর সঙ্গে?
ফুটবল বিশ্বকাপ চলছে। সেই ফুটবল ফিভারে মেতেছে গোরী-শাহরুখ পুত্র আব্রাম। দশ নম্বর জার্সি পরে মায়ের সঙ্গে বাইরে গিয়েছিল খুদে। গৌরীকে ছেলের হাত ধরে পোজ দিতে দেখা যায় পাপারাজ্জিদের জন্য। তাঁরা দুজনেই হেসে পোজ দেন ক্যামেরার জন্য। ক্যাজুয়াল…