পছন্দের ছবি পাঠান থেকে, প্রিয় গান বেশরম রং- চেনেন এই অচেনা অভিষেককে?
তৃণমূলের রাষ্ট্রীয় মহাসচিব, তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতদিন আমরা সবাই মিটিং, মিছিলে গলা ফাটাতে দেখেছি। সাধারণ মানুষের বিপদে আপদে তাঁকে পথে নেমে কাজ করতেও দেখা গিয়েছে। আবার তেমনই বিরোধী দলের কোনও নেতাকে কোনও তর্কে রেয়াত করতেও ছাড়েননি…