একবার ভণ্ড বাবার পাল্লায় পড়েছিলেন এশা, টাকা চেয়েছিল ‘আশ্রম ৩’ অভিনেত্রীর থেকে!
মুক্তি পেয়েছে ববি দেওলের জনপ্রিয় ওয়েব সিরিজ 'আশ্রম'-এর তৃতীয় সিজন। এই সিজনের বাড়তি পাওনা অভিনেত্রী এশা গুপ্তা। সিরিজের পরিচালনায় প্রকাশ ঝা। সিরিজে এশা গুপ্তা এবং ববি দেওলকে একাধিক সাহসী দৃশ্যে স্ক্রিনে দেখা গিয়েছে। একজন ভণ্ড বাবাকে ঘিরে…