রাঘব এসেছিলেন মুম্বই, এবার আপ নেতার দিল্লির বাড়িতে গেলেন পরিণীতি, বিয়ে কবে?
এই তো কয়েকদিন আগে পরিণীতির জন্য মুম্বই উড়ে এসেছিলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। লাঞ্জ থেকে ডিনার, সবই একসঙ্গে সেরেছিলেন। এবার রাঘবের টানে দিল্লি পৌঁছলেন পরিণীতি। দিল্লি বিমানবন্দরে দেখা গেল তাঁদের দুজনকে। বোঝা গেল পরিণীতিকে নিতেই…