দামি হিরে নয়, সাধারণ আংটিতেই খুশি আমির-কন্য়া! প্রেমিকের সঙ্গে রূপকথা বুনছেন ইরা
এক সময়ে মানসিক অবসাদের সঙ্গে লড়াই করেছেন। নিজেকে শেষ করে দেওয়ার ভাবনাও মাথাচাড়া দিয়েছে বারবার। কিন্তু সেই অন্ধকার সময় এখন অতীত। জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন ইরা খান। দিন কয়েক আগেই প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সেরেছেন আমির-কন্যা।…