পূজাকে ফোন করে ‘ভ্যান্টাইন্স ডে’ বললেন পাঠান, প্রকাশ্যে ‘ড্রিম গার্ল ২’-এর টিজার
প্রথমবার জুটি বেঁধেছেন আয়ুষ্মান খুরানা এবং অনন্য়া পাণ্ডে। আসছে ‘ড্রিম গার্ল ২’। ভালোবাসা দিবসের প্রাক্কালে প্রকাশ্যে এনেছেন ছবির টিজার। মুখ না দেখিয়ে নতুন ড্রিম গার্লের শুধু কণ্ঠস্বর শোনা গিয়েছে। মহিলা কণ্ঠস্বর করে কথা বলছেন আয়ুষ্মান।…