২০১৯-র বিশ্বকাপে রায়াডুকে না নেওয়া ভুল, বিরাটদের পুরনো ক্ষতে ‘নুন’ দিলেন কুম্বলে
সদ্য শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। গুজরাট টাইটানসের বিরুদ্ধে ফাইনালে নামার আগে চেন্নাই সুপার কিংস দলের ক্রিকেটার অম্বাতি রায়াডু জানিয়ে দেন এটাই তাঁর শেষ আইপিএল। তাই চ্যাম্পিয়ন হতেই ট্রফি রায়াডুর হাতে তুলে দেন ধোনি। সেই সঙ্গে এক…