‘ইয়েস বয়’, টেস্টে মুকেশ প্রথম উইকেট নিতেই সবার আগে দৌড়ে এলেন বিরাট- ভিডিয়ো
ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের ৫১তম ওভার শুরু। বল করতে এলেন বাংলার জোরে বোলার মুকেশ কুমার। জাতীয় দলের হয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছেন তিনি। ওভারের তিন নম্বর বল কির্ক ম্যাকেঞ্জির ব্যাটের কোনায় লেগে ইশান কিষানের হাতে যেতেই শূন্যে লাফিয়ে…