ক্যাপ্টেন একাই একশো, যশ ধুলের চোখ ধাঁধানো সেঞ্চুরিতে UAE-কে গোহারান হারাল ভারত
আমিরশাহির বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে এমার্জিং টিমস এশিয়া কাপ অভিযান শুরু করল ভারত। অধিনায়কোচিত শতরানে ভারতীয়-এ দলকে জয়ের মঞ্চে বসিয়ে দেন যশ ধুল। বল হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরেন হর্ষিত রানা, গত আইপিএলে কেকেআরের হয়ে যিনি নজর…