কেরালা স্টোরি-তে ধর্ষণের দৃশ্য, ‘সেটে সবাই অসাড় হয়ে গিয়েছিলাম’: যোগিতা বিহানি
অগণিত বিতর্ককে সঙ্গী করেই বক্স অফিসে রমরমিয়ে চলছে দ্য কেরালা স্টোরি। চলতি মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়া এই সিনেমা বক্স অফিসে ২০০ কোটির ঘর ছুঁতে চলেছে। এখনও বক্স অফিসের ৩৭.২৯ শতাংশ দখলে আছে বাঙালি পরিচালক সুদীপ সেনের এই সিনেমার। বর্তমানে…