‘অন্তবার্সের নামে ছবি’, অমিতাভের ‘ডন’কে ‘অশালীন’ বলে দাগিয়ে দিয়েছিল ইন্ডাস্ট্রি!
অমিতাভ বচ্চনের ফিল্মি কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ‘ডন’ (১৯৭৮)। ‘ডন কো পকর না মুশকিল হি নেহি, না-মুমকিন হ্যায়'-এর মতো সংলাপে আজও বুঁদ গোটা দেশ। ‘খইকে পান বনারসওয়ালা’র গানে ‘অ্যাংরি ইয়াংম্যান’ অমিতাভের নাচ আজও গেঁথে রয়েছে সিনেপ্রেমিদের মনে।…