কুমার মঙ্গতের নতুন ছবিতে অক্ষয় কুমার, দিওয়ালিতে শুরু শুটিং-রিপোর্ট
কুমার মঙ্গতের আগামী ছবিতে দেখা যেতে চলেছে অক্ষয় কুমারকে। এতদিন আক্কি বিষয়টাকে একদম গোপন রেখেছিলেন। তবে অভিনেতা একা নিন, প্রযোজক নিজেও এই ছবির বিষয়ে এতদিন প্রকাশ্যে টুঁ শব্দটি করেননি। কিন্তু এবার সেই খবর ফাঁস করে দিল ইটাইমস। জানা গিয়েছে…