গুপ্তচরের ভূমিকায় পরিণীতি, ‘কোড নেম: তিরঙ্গা’র জন্য কেমন প্রস্তুতি নিয়েছেন?
আগামী ১৪ই অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘কোড নেম: তিরঙ্গা’। ছবি মুক্তির আগেই ট্রেনিংয়ের দিনগুলির সামান্য ঝলক নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন পরিণীতি চোপড়া। একেবারে অ্যাকশন প্যাকড অবতারে দেখা যাবে অভিনেত্রীকে।বাঙালি পরিচালক ঋভু দাশগুপ্তর আসন্ন…