খেলা শেষের ১১ মিনিট আগে গোল হজম, ডার্বিতে মোহনবাগানকে হারানো হল না ইস্টবেঙ্গলের
রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগে ড্র হয়ে গেল ফিরতি কলকাতা ডার্বি। প্রথমার্ধের শেষলগ্নে দীপ সাহার গোলে ইস্টবেঙ্গল এগিয়ে যওয়ার পর ৭৯ মিনিটে এটিকে মোহনবাগানকে সমতায় ফেরালেন ফারদিন আলি মোল্লা। তবে ইস্টবেঙ্গলের সামনে জয়ের সুবর্ণ সুযোগ ছিল।…