ঠাকুমার আদর খেতে ঐন্দ্রিলাকে নিয়ে দুর্গাপুরে অঙ্কুশ, খেলেন কব্জি ডুবিয়ে
কথা রাখলেন অঙ্কুশ। কথা ছিল, 'ঠাকুমার আদর' প্রতিযোগিতা যাঁরা জিতবেন, তাঁদের বাড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা ও তাঁর টিমের সদস্যরা যাবেন, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। যেমন কথা তেমনি কাজ। রবিবার ‘ঠাকুমার আদর’ জয়ী প্রতিযোগী শুভ্রনীলের ঠাকুমার ও…