আইনি জটিলতা বাড়ল জাভেদের! কঙ্গনার অভিযোগের ভিত্তিতে সমন দিয়ে ডেকে পাঠাল আদালত
জাভেদ আখতারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো) এবং ৫০৯ (একজন মহিলার শালীনতার অবমাননা) ধারায় মামলা করেছিলেন কঙ্গনা রানাওয়াত। পিটিআই-এর রিপোর্ট অনুসারে আদালত তাঁকে ৫ অগাস্টে হাজির হওয়ার জন্য সমন পাঠিয়েছে। অপরাধমূলক…