লখনউয়ের এক ফিল্ডারের মাথায় নাট-বোল্ট ছুঁড়ে মারেন দর্শকরা, সত্যিটা জানালেন জন্টি
লখনউ সুপার জায়ান্টসের ডাগ-আউটে নয়, উপ্পলে নাট-বোল্ট ছোঁড়া হয় মাঠে ফিল্ডিং করা ক্রিকেটারকে লক্ষ্য করে। সানরাইজার্স সমর্থকরা নাট-বোল্ট ছুঁড়ে মারেন লখনউয়ের ক্রিকেটার প্রেরক মানকড়কে। লং-অনে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান প্রেরক, এমনটাই…