‘ও চোখ খুলেছিল, তার পর…’, রাজুর জ্ঞান ফেরাতে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন অমিতাভ
অমিতাভ বচ্চনের ভক্ত ছিলেন। মাঝেমধ্যে মঞ্চে তাঁকে 'নকল'ও করতেন। রাজু শ্রীবাস্তবের কর্মকাণ্ড এক সময় 'বিগ বি'-র মুখেও হাসি ফুটিয়েছিল। এ হেন শিল্পী দীর্ঘ দিন ধরে শয্যাশায়ী ছিলেন। যাঁর কথায় হাসির রোল উঠত, সেই মানুষটাই কথা বলতে পারছিলেন না আর।…