‘খালিস্তানি জঙ্গিদের মশার মতো পিষে মেরেছিলেন’, ইন্দিরাকে নিয়ে সুর বদল কঙ্গনার!
বিতর্ক আর কঙ্গনা রানাওয়াত এক কথায় সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। সদ্য পদ্মশ্রী সম্মানে ভূষিত এই জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী বারবার সমালোনায় মুখর হয়েছেন গান্ধী পরিবারের। কঙ্গনার মোদী-ভক্তিও কারুর অজানা নয়। এই সবের মাঝেই আচমকা কঙ্গনার মুখে…