রাজস্থানের মিউজিয়ামে মূর্তি লোপাট! একেন বাবু কি পারবে রহস্যের জট ছাড়াতে?
পাহাড় জয়ের পর একেন বাবু তাঁর দলবল নিয়ে পৌঁছে গিয়েছেন মরুভূমিতে। এবার এখানে তিনি করবেন রহস্যের পর্দা ফাঁস। তাঁর সঙ্গে রাজস্থানে পৌঁছে গিয়েছেন তাঁর দুই সাগরেদ বাপি আর প্রমথ। এই তিন মক্কেল এবার কোন রহস্যের মুখোমুখি হবেন? সেটারই ইঙ্গিত…