বিধ্বংসী শিপলি,মাত্র ৭৬ রানে গুঁড়িয়ে গেল লঙ্কা,কেনিয়াকে ছাপিয়ে গড়ল লজ্জার নজির
পুরো আগুনে পারফরম্যান্স করলেন হেনরি শিপলি। আর তাঁর সৌজন্যেই ২৭৫ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ৭৬ রানে গুঁড়িয়ে গেল। ১৯৮ রানে বড় জয় পেল নিউজিল্যান্ড।শ্রীলঙ্কার টপ অর্ডারকে একেবারে ল্যাজেগোবরে করলেন হেনরি শিপলি। ৫০ রানের মধ্যে…