মহালয়ায় মীরের কন্ঠে চণ্ডীপাঠ শোনবার কাতর আর্তি ভক্তের, কী জবাব দিলেন সকালম্যান?
মহালয়ার ভোর মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে ‘মহিষাসুরমর্দিনী’। মহালয়া মানেই তো ঢাকে কাঠি পড়ে যাওয়া, আকাশে-বাতাসে পুজো পুজো গন্ধ। আর বাঙালির এই বিশেষ দিনেই মীরের কাছে বিশেষ আবদার এল এক অনুরাগীর তরফে। মীরের কন্ঠে চণ্ডীপাঠ শোনার ইচ্ছে…