‘আমার ইচ্ছে আছে, কিন্তু…’ কমলেশ্বরের গণদেবতায় থাকছেন না চঞ্চল?
চঞ্চল চৌধুরী বাংলায় একের পর এক দুর্দান্ত প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে চমক দিয়েই চলেছেন। এখন আর কারও জানতে বাকি নেই যে আগামীতে তাঁকে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিতে তিনি কাজ করবেন। এবার জানা গেল আরও একটি…