রানীগঞ্জের খনিতে আটকে ছিলেন শ্রমিকরা, প্রাণ বাঁচান ‘যশবন্ত গিল’ অক্ষয়, কী ঘটেছিল
১৩ নভেম্বর, সালটা ছিল ১৯৮৯। রাণীগঞ্জের কয়লা খনির নিচে আর পাঁচদিনের মতোই কয়লা উত্তোলনে নেমেছিলেন খনি শ্রমিকরা। আচমকাই জলে ভরে গিয়েছিল ৩৫০ ফুট গভীর খনিতে নামার সেই সুরঙ্গটি। আটকে ছিলেন ৬৫ জন শ্রমিক। সেদিন তাঁদের সকলেরই প্রাণ যেতে পারত। তবে…